মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে গ্রেপ্তারের দাবি!
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে গ্রেপ্তারের দাবি!
আন্তর্জাতিক ডেস্ক
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং মার্কিন ধনকুবের বিল গেটসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইতালির একজন নারী আইনপ্রণেতা। সারা কুনিয়াল নামের ওই ইতালিয়ান এমপি করোনাভাইরাস প্রতিরোধের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এমন দাবি জানান।
কুনিয়ালের দাবি, বিল গেটস মহামারির দিকে নজর না দিয়ে উন্নয়নশীল দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণের ক্যাম্পেইন করেছেন। কৃষিকাজে মন দিয়েছেন।
বিল গেটসের কর্মকাণ্ডকে কুনিয়াল বৈশ্বিক রাজনীতি নিয়ন্ত্রণের সঙ্গেও তুলনা করেন। তাকে ‘ভ্যাকসিন অপরাধী’ বলার পাশাপাশি ‘মানবতাবিরোধী’ অপরাধী আখ্যা দিয়ে বলেন, ইতালির ওই নারী সাংসদ বলেন, গেটসের কর্মকাণ্ড মানবতাবিরোধী। সব কিছুর মূল উদ্দেশ্য বিশ্বকে নিয়ন্ত্রণ।
এদিকে বিল গেটস গত কয়েক মাস ধরে ভ্যাকিসনের পেছনে যেমন ব্যয় করছেন, তেমনি আগেও করেছেন। বাংলাদেশ-ভারতের মতো অঞ্চলে তার ফাউন্ডেশন থেকে প্রচুর কাজ রয়েছে।
করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ঘোষণা দিয়েছেন ভ্যাকসিন সরবরাহ করতে কয়েক কোটি ডলার দান করবেন তিনি। এত কিছুর পরেও ইতালির ওই নারী সাংসদের দাবি, গেটসের কর্মকাণ্ড মানবতাবিরোধী। সব কিছুর মূল উদ্দেশ্য বিশ্বকে নিয়ন্ত্রণ।