করোনা পরিস্থিতিতে সচেতনতামুলক কাজে ছাত্রলীগ নেতা রাজু
লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনা মহামারীতে দেশে চলছে লক ডাউন। দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষকে নিরাপদ ও সচেতন করতে মাঠে কাজ করছে ছাত্রলীগ নেতা সালেহ্ উদ্দিন রাজু।
তিনি লক্ষ্মীপুরের কমলনগরে বাজার-মহল্লা, গ্রাম-গন্জে করোনা পরিস্থিতি প্রতিরোধে সচেনতামুলক প্রচার-প্রচারণা প্রতিনিয়ত কাজ করছেন। তিনি করোনা ভাইরাসের আক্রান্ত থেকে রক্ষা পেতে জনসাধারণের মধ্যে সচেতনতামুলক লিপলেট, হ্যান্ডবিল ও মাইকিং করছেন। এছাড়াও অসহায় দুঃস্থ পরিবারে ত্রান সামগ্রীও পৌঁছে দিচ্ছেন।
সালেহ উদ্দিন রাজু বলেন, মহামারী করোনা ভাইরাসের সরকার সারা দেশকে লক ডাউন ঘোষণা করেন। এতে দেশের সাধারণ জনগন করোনা ভাইরাস সম্পর্কে তেমন কিছুই জানে না। মানুষকে ঘরে নিরাপদে থাকতে বলা হয়েছে। লক ডাউনের কারণে কর্মজীবি, দিনমজুর মানুষের বাচাঁর একমাত্র হাতিয়ার বন্ধ হয়ে যায়। যার পেক্ষিতে মানুষ দিশেহারা জীবন যাপন করছে। মানুষকে নিরাপদে রাখতে সচেতন হতে হবে। করোনা একটি ছোঁয়াছে ভাইরাস। পরিবারে কারও হলে সবার হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজে ও পরিবারকে নিরাপদে রাখতে ঘরে থাকতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। এছাড়াও মানুষকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। মানুষকে করোনা মহামারী থেকে সচেতন করতে প্রতিনিয়ত মাঠে কাজ করছি। এছাড়াও যতটুকু প্রয়োজন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তাও প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশ নেত্রী শেখ হাছিনার ঘোষনা মতে সরকারী নিয়ম নীতি মেনে চলতে হবে। আপাতত দেশে লক ডাউন চলছে। সবাইকে বাসা-বাড়িতে থেকে সুস্থ ও নিরাপদ থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চালাতে হবে। হাটে বাজারে পাড়ায় চায়ের দোকানে আড্ডা কমাতে হবে। সবাইকে দেশের স্বার্থে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে । এ মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে। সবাইকে বেশি বেশি নামাজ পড়তে হবে। আল্লাহ যেন এ মহামারী থেকে সবাইকে রক্ষা করেন।
সালেহ্ উদ্দিন রাজু, লক্ষীপুর সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র। তিনি হাজির হাট উপকূল সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক আহবায়কের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে উপজেলার চর ফলকন ইউনিয়ন ছাত্রলীগের সম্মানিত সদস্যের দায়িত্বে রয়েছেন।
খোলাডাক/ ডেস্ক/ সুমন