হাবিব মেডিকেল হলে ১২% সুলভ মূল্যে ঔষধ বিক্রয়
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ঔষধ বা মেডিসিন মানব দেহের
নিত্য প্রয়োজনীয় পন্য। মানুষ বাচাঁর তাগিদে ঔষধ সেবন করে। ডাক্তারের পরামর্শে বিভিন্ন ফার্মেসী হতে বিভিন্ন রোগের ঔষধ ক্রয় করতে হয়। মহামারী করোনা ভাইরাসের সারা দেশে লক ডাউন চলছে। এ কারণে মানুষ গৃহবন্দী হয়ে জীবন যাপন করছে। কোনমতে কর্মহীন হয়ে জীবনের তাগিদে বেঁচে রয়েছে। প্রতিটি মুহূর্তে বাচাঁর লড়াই চলছে। তারমধ্যে শুরু হয়েছে পবিত্র রমযান মাস। কর্ম হারিয়ে কোনমতে রোজা রাখছে সেহরি আর ইফতার খেয়ে।
এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স বাজারে হাবিব মেডিকেলে হল। তারা স্বাভাবিকভাবে সকল দেশি-বিদেশি ঔষধ ১২% সুলভ মূল্যে সর্বসাধারণের জন্য বিক্রয় করছেন। করোনা ভাইরাস ও রমযান মাস উপলক্ষে ঔষধ ক্রেতাদের এ সুবিধা প্রদান করা হচ্ছে । প্রতিটি ঔষধের এমআরপি মূল্যে থেকে ১২% বা তা থেকেও কিছু সুবিধা দেয়া হচ্ছে।
হাবিব মেডিকেল হলের পরিচালক হারুন অর রশিদ জানান,
ডা.মরহুম হাবিব উল্লাহ’র নামে হাবিব মেডিকেল হল স্থাপিত হয়েছে। ডা.হাবিব উল্লাহ ছিলেন গরীব মেহনতি মানুষের আপনজন। তাকে সবাই গরিবের ডাক্তার বলে চিনতেন। তিনি বেচেঁ থাকাকালীন বিনা পয়সায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিতেন। তার চিকিৎসা সেবায় মানুষ খুবই উপকৃত হতেন। তার মুত্যেতে চর লরেন্স এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অভাব অপুরনীয়। তিনি মারা যাওয়ার পর ঐ তার নামের লাইন্সেসে এখনো প্রতিষ্ঠান চলছে। তার রেখে যাওয়া কাজগুলো এ প্রতিষ্ঠান থেকে থেকে সম্পূর্ণ হচ্ছে। তার স্মৃতিগুলো ধরে রাখতে প্রতিষ্ঠানকে ঠিকে রাখা।
তিনি আরও জানান, দেশে করোনা পরিস্থিতিতে মানুষ বাড়িতে গৃহবন্দী রয়েছে। কর্মজীবি মানুষ কর্মহীন জীবন যাপন করছে। মানুষ বর্তমান সময়ে অনেকটাই চলতে হিমশিম খাচ্ছে। তাছাড়া শুরু হয়েছে পবিত্র রমযান মাস। প্রতিনিয়ত মানুষকে ঔষধ ক্রয় করতে হয়। যার পেক্ষিতে মানুষের সুবিধা চিন্তা করে এমন সিন্ধান্ত নিতে হয়েছে। প্রতিটি ঔষধের এমআরপি মূল্যের থেকে ১২% বা তার থেকেও কিছুটা ছাড়ে নিত্য প্রয়োজনীয় ঔষধ বিক্রয় করছি। মানুষের কাছে সুলভ মূল্যে ঔষধ তুলে দেওয়ার প্রত্যয় নিতে সুলভ মূল্যের ব্যবস্থা করা।
ঠিকানা - চর লরেন্স মধ্য বাজার ,মসজিদ গলি, কমলনগর-লক্ষ্মীপুর
পরিচালক - মো. হারুন অর রশিদ, ০১৭২১-৩৭১২৭২
খোলাডাক / এনএস/ডেস্ক