বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে ভুয়া জেলে কার্ড, এনআইডি ও জন্মসনদ তৈরির সরজ্ঞাম সহ আটক ২
কমলনগরে ভুয়া জেলে কার্ড, এনআইডি ও জন্মসনদ তৈরির সরজ্ঞাম সহ আটক ২
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল করার দায়ে দুই জনকে আটক করা হয়েছে। এ সময় চারটি কম্পিউটার ও বিভিন্ন জাল আইডি জব্দ করে পুলিশ ।
বুধবার (৬ মে) সন্ধ্যায় হাজিরহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।
আটককৃতরা হলেন, শিমুল ষ্টুডিও এর মালিক শিমুল মজুমদার ও সুধেব মজুমদার। তারা উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। একই সময় রুপনগর ষ্টুডিও নামে আরেকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। তবে দোকানের মালিক মো. রুবেল আগেই পালিয়ে যায়।
ওই সব দোকানে অভিযান পরিচালনা করলে জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল করার প্রমান পাওয়ায় ৪টি কম্পিউটার জব্দ করা হয়।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, সেলিম ভুয়া জেলে কার্ড তৈরী করে চাল নেওয়ার চেষ্টা করলে যাচাই করে দেখি জেলে কার্ডটি ভুয়া।
অভিযুক্ত সেলিম জানান, জেলে কার্ডটি হাজিরহাট বাজারের একটি ষ্টুডিও থেকে তৈরি করেন তিনি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, ভ্রাম্যমাণ আদালত দুইজনকে আটক করে এবং মালামাল জব্দ করে থানায় প্রেরণ করে। এজাহার দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, চারটি ষ্টুডিওতে অভিযান পরিচালনা করে জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল তৈরীর প্রমান পেয়ে মালামাল জব্দ করি। এবং এসব স্টুডিও ‘র মালিক ও জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ে করা হবে।
খোলাডাক / এনএন/ডেস্ক