শনিবার, ২ মে ২০২০
প্রথম পাতা » সারাদেশ » করোনা পরিস্থিতি : কর্মহীন দরিদ্রের মাঝে ত্রান বিতরণ করেন মিজান
করোনা পরিস্থিতি : কর্মহীন দরিদ্রের মাঝে ত্রান বিতরণ করেন মিজান
লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে সারা দেশে চলছে লক ডাউন। এ কারণে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। অসহায় দিনমজুর ও কর্মহীনরা বেকার জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে এসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তরুন সমাজ সেবক মো. মিজানুর রহমান।
তিনি লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি গ্রামীন ব্যাংক নোয়াখালী খলিফার হাট শাখার ম্যানেজারে দায়িত্ব পালন করছেন। তিনি অসহায় ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। এসময় তিনি চাল, ডাল, বুট, তৈল, পেয়াজ, মুরি, সাবান ও লবণ বিতরণ করেন।
মো. মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসে সারা দেশে দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার লক ডাউন ঘোষনা করেন। এতে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। অসহায় দিনমজুররা সম্পূর্ণ বেকার জীবন যাপন করছে। এসব কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। এ মুহূর্তে সমাজের বিত্তবানদের অসহায় পরিবারগুলো পাশে থাকতে হবে।
তিনি আরও জানান, সরকারী নিয়ম নীতি মেনে চলতে হবে। আপাতত দেশে লক ডাউন চলছে। সবাই বাসা-বাড়িতে থেকে সুস্থ নিরাপদ থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চালাতে হবে। হাটে বাজারে পাড়ায় চায়ের দোকানে আড্ডা কমাতে হবে। সবাইকে নিজের ও দেশের স্বার্থে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে । এ মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে। সবাইকে বেশি বেশি নামাজ পড়তে হবে। আল্লাহ যেন এ মহামারী থেকে সবাইকে রক্ষা করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজির হাট তোহা স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহ কারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ডা.মো.শরীফুর রহমান, মো. নিরব হোসেন সহ প্রমুখ।
খোলাডাক / এসএস/ডেস্ক