শনিবার, ২ মে ২০২০
প্রথম পাতা » » টাকা-ম্যানি ব্যাগ থেকে করোনা হতে পারে
টাকা-ম্যানি ব্যাগ থেকে করোনা হতে পারে
করোনা একটি ছোঁয়াছে ভাইরাস। এ ভাইরাসে সারা দুনিয়া কাঁপছে।বাংলাদেশও পিছিয়ে নেই।দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
টাকা-ম্যানি ব্যাগ একটি কমন বিষয়। টাকা কার না লাগে। সবারই যখন-তখন টাকা বা ম্যানি ব্যাগ ধরতে হয়। এ টাকা বা ম্যানি ব্যাগ থেকে হতে পারে ভয়ংকর করোনা।
মানুষ সাধারণ টাকা গুনার সময় হাঁচি কাশিঁ দেয়। বার বার টাকা বা ম্যানি ব্যাগ ধরে। টাকা থেকে যখন তখন বিপত্তি ঘটতে পারে। তাই টাকা বা ম্যানি ব্যাগে থাকা করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে হলে করতে হবে…
সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, টাকা গুনার পর নিজের মুখে হাত না দিয়ে যত দ্রুত সম্ভব হাত সাবান বা হ্যান্ডসেনিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। টাকা পরিষ্কার করে লাভ নেই। আমাদের হাত ভালো করে পরিষ্কার করার মাধ্যমেই রয়েছে আমাদের বাঁচার পথ।
‘আমরা সারাদিনে টাকা হয়তো দুই থেকে তিন বার ধরবো বা ক্ষেত্র বিশেষে তার বেশিও হতে পারে। কিন্তু টাকা স্পর্শ করার পরই ভালোভাবে হাত ধুতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং এটি সব সময়ই আমাদের মনে রাখতে হবে।’
মানিব্যাগে টাকা থাকলে তেমন সমস্যা হবার কথা নয়। তবে যতবারই টাকা ধরবেন, মানিব্যাগ ধরবেন ততবারই হাত ভালো করে ধুতে হবে। এটাই সমাধান।