মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সারাদেশ » রামগতিতে করোনায় মৃতদের জানাজা-দাফন করবে স্বেচ্ছাসেবকদল
রামগতিতে করোনায় মৃতদের জানাজা-দাফন করবে স্বেচ্ছাসেবকদল
লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কিংবা উপসর্গে মৃতদের ইসলামী নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করতে এগিয়ে এসেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। লক্ষ্মীপুরের রামগতিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের জন্য কমিটি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি ও রামগতি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন ও রামগতি পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবদুল করিম।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমন্বয়ে গঠিত ওই কমিটির আহ্বায়ক হলেন বেলাল হোসাইন, সদস্য সচিব হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। সদস্য রাজু আহমেদ, হাফেজ আবদুস সাত্তার, মোহাম্মদ আবদুল হাসিম, মো. নিরব শেখ, ফজলুল কবির সাগর ও আবদুর জাহের।
আবু সায়েম মোহাম্মদ শাহীন বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সঙ্কট দেখা দেয়। এজন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সম্মতিতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে জানাজা ও দাফন সম্পন্ন করবেন। তাদেরকে দলের পক্ষ থেকে সকল সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে।
খোলাডাক/ডেস্ক/আলো