চরলরেন্স হাবিব মেডিকেল হলে সুলভ মূল্যে ঔষধ বিক্রয়
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সারা দেশে লক ডাউন চলছে। যার কারণে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। মানুষ কোনমতে রোজা রাখছে সেহরি আর ইফতার খেয়ে। এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স বাজারে হাবিব মেডিকেলে হল স্বাভাবিকভাবে সুলভ মূল্যে সর্বসাধারণের জন্য নিত্য প্রয়োজনীয় ঔষধ বিক্রয় করছেন। করোনা ভাইরাস ও রমযান মাস উপলক্ষে ঔষধ ক্রেতাদের এ সুবিধা প্রদান করা হচ্ছে ।খুচরা ক্রেতাদের জন্য প্রতিটি ঔষধের এমআরপি মূল্যে থেকে ১০% বা তা থেকেও কিছু সুবিধা দেয়া হচ্ছে।
হাবিব মেডিকেল হলের পরিচালক হারুন অর রশিদ জানান, দেশে করোনা পরিস্থিতিতে মানুষ বাড়িতে গৃহবন্দী রয়েছে। কর্মজীবি মানুষ কর্মহীন জীবন যাপন করছে। মানুষ বর্তমান সময়ে অনেকটাই চলতে হিমশিম খাচ্ছে। তাছাড়া শুরু হয়েছে পবিত্র রমযান মাস। প্রতিনিয়ত মানুষকে ঔষধ ক্রয় করতে হয়। যার পেক্ষিতে মানুষের সুবিধা চিন্তা করে এমন সিন্ধান্ত নিতে হয়েছে। প্রতিটি ঔষধের এমআরপি মূল্যের থেকে ১০% বা তার থেকেও কিছুটা ছাড়ে নিত্য প্রয়োজনীয় ঔষধ বিক্রয় করছি। মানুষের কাছে সুলভ মূল্যে ঔষধ তুলে দেওয়ার প্রত্যয় নিতে সুলভ মূল্যের ব্যবস্থা করা। এছাড়াও পাইকারী মূল্যেও ঔষধ বিক্রয় করা হয়।
স্থানীয় ঔষধ ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান, দেশে করোনা প্ররিস্থিতিতে আমরা বেকার হয়ে গেছি। নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন দরকার, তেমনি ঔষধও দরকার হচ্ছে। বাজারে সব ঔষধের দোকানে ঔষধ প্যাকেট দামে বিক্রয় হচ্ছে। কিন্তু শুধু হাবিব মেডিকেল হলে সব দোকান থেকে ঔষধ ক্রয়ে অনেক সুবিধা পাচ্ছি। এ দোকান থেকে ঔষধ ক্রয় করে কিছুটা স্বস্তি পাচ্ছি। সবসময় যেন এ সুবিধা থাকে এমনটা আশা করছি।
ঠিকানা - চর লরেন্স মধ্য বাজার ,মসজিদ গলি, কমলনগর-লক্ষ্মীপুর
পরিচালক - মো. হারুন অর রশিদ, ০১৭২১-৩৭১২৭২
খোলাডাক / এনএস/ডেস্ক