আরও একবার যুদ্ধ করি আমরা
ফাতেমাতুজ জোহরা
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ করতে হবে আবারো, তবে এ উপায়টা একটু ভিন্ন। এই যুদ্ধে নেই শেখ মুজিবের মতো কোনো মহান নেতা। প্রয়োজন হবে না কোনো অস্ত্র-কামানের। রাস্তায় বের হয়ে করতে হবে না কোনো মিছিল। এ যুদ্ধ বৈশ্বিক মহামারি করোনাভাইসের বিরুদ্ধে। যে রোগের বিরুদ্ধে লড়ে চলেছে গোটা বিশ্ব।
৭১ সালের গেরিলা বাহিনীর মতোই এই যুদ্ধে রয়েছে আমাদের ডাক্তার ও সশস্ত্র বাহিনী। সাধারণ মানুষও এ যুদ্ধে সামিল রয়েছে সেটা অস্ত্র হাতে নয়, নিজ ঘরে আবদ্ধ থেকে। করোনা আতঙ্কে আতঙ্কিত হওয়া যাবে না। নিজ নিজ জায়গায় অবস্থান করে সচেতন থেকে লড়াই করতে হবে করোনার বিরুদ্ধে।
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে জয়লাভ করেছি আমরা।করোনা যুদ্ধেও আমরা জয়ী হবো কিন্তু সে জয় যেনো লক্ষ প্রাণের বিনিময়ের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য মেনে চলতে হবে সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি।
থাকতে হবে প্রস্তুত যাতে হানাদার বাহিনীর মতো করোনা দরজায় কড়া নাড়লে সাহসিকতার সাথে লড়াই করতে পারি।
বাঙালী জাতি যেমন কারো কাছে মাথা নত করেনি তেমনি করোনার কাছেও মাথা নত করবেনা। বীরের জাতি বাঙালি ভয় করেনি হানাদার বাহিনীকে, এবার ভয় করবেনা করোনাকেও।