রামগতিতে ৩ জনের করোনা রোগী শনাক্ত
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তারা জেলার রামগতি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
রোববার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই কার্যালয় থেকে জানানো হয়েছে গত ২৪ঘন্টায় লক্ষ্মীপুরের ৩৬ জনের নমুনা চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় করা হয়। ফলাফলে তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এরআগের করোনাভাইরাসে আক্রান্ত ২৮ জনকে জেলার বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে । জেলায় প্রথম ও দ্বিতীয় আক্রান্ত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা সন্দেহে এ পর্যন্ত জেলার ৫ উপজেলায় ৯৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৮৪ জনের প্রাপ্ত ফলাফলে ৩৩জনের করোনাভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে রামগঞ্জে ১৬জন, সদরে ১০জন, কমলনগরে ৩জন ও রামগতিতে ৪জন রয়েছেন।
খোলাডাক/এনএন