তিন আমলে বান্দার প্রতি সব সময় রহমত বর্ষিত
আমল বা ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এমন কিছু আমল রয়েছে যেগুলো করার সময় আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। আসমান থেকে রহমত বা অনুগ্রহ নাজিল করেন। আর তাহলো-
১) সুন্নাত নামাজ: মুমিন মুসলমানের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এসব ফরজ নামাজের আগে ও পরে অত্যন্ত ফজিলতপূর্ণ ১০/১২ রাকাআত সুন্নাত নামাজ রয়েছে। এ সুন্নাত নামাজগুলো পড়ার সময় বান্দার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়।
২) নামাজের জন্য অপেক্ষার সময়: এক ওয়াক্তের ফরজ নামাজ আদায় করার পর অন্য ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের জন্য অপেক্ষায় থাকা বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ববোধ করেন। তাদের জন্য আসমানের বিশেষ একটি দরজা খুলে রাখা হয়।
৩) মজলিসে কুরআনের আলোচনা: মুমিন বান্দা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন মাজিদের আলোচনায় সময় ব্যয় করে এবং দ্বীনের শিক্ষা ও প্রশিক্ষণে নিয়োজিত থাকে তাহলে ফেরেশতারা আসমানের দরজা খুলে জমিনে অবতরণ করে ওই বান্দাকে ঘিরে রাখেন এবং আসমানের খোলা দরজা দিয়ে তারে ওপর রহমত ও প্রশান্তি আসতে থাকে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। ব্যক্তি পরিবার সমাজে কুরআনের মজলিস ও সুন্নাত নামাজ আদায় এবং নামাজের অপেক্ষায় থাকার ও তা বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।