করোনা রোধে অবিরাম ছুটে চলছে পুলিশ অফিসার নাজনীন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলার সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন।
তিনি ছুটে চলছেন দুই উপজেলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। কমলনগরে শেষ সীমানা তোরাবগন্জ থেকে রামগতির চেয়ারম্যান বাজার টাংকীরখাল পর্যন্ত অবিরাম ছুটে চলছে প্রতিনিয়ত। রাত কি দিন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে মাইকিং এবং হ্যান্ড বিল বিতরণ করে সচেতন করছেন। সরকারে লক ডাউন পালন করতে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছে।
উপজেলার প্রতিটি বাজার, পাড়া, মহল্লায় মানুষকে সচেতন করতে ছুটে চলছেন। এছাড়াও প্রতিটি চেক পোস্টে রাতের আধারে গিয়ে খোঁজ খবর রাখছেন।
সবাই যেন বাড়িতে অবস্থান করেন।প্রয়োনীয় কাজ ছাড়া মানুষ যেন ঘর বা বাড়ি থেকে বের না হন। এবং সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছেন।
প্রতিনিয়ত তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি ও কমলগর উপজেলা বিভিন্নস্থানে অসহায় পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। তিনি অসহায়দের বস্তা ভরে চাল ডাল তেল পেঁয়াজ লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দিচ্ছেন।
সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন বলেন, মহামারী করোনা ভাইরাসে দেশে লক ডাউন চলছে। প্রতিনিয়তই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সরকার দেশের মানুষকে নিরাপদে রাখতে সচেতন করতে নানামুখি পদক্ষেপ গ্রহন করেন। মানুষকে সচেতন করতে আমার ছুটে চলা। মানুষ যেন এ মহামারী থেকে রক্ষা পায় সে জন্য কাজ করছি। আপাতত সরকারী নির্দেশ মতে মানুষকে নিজ নিজ বাসা বাড়িতে অবস্থান করতে পুলিশ প্রশাসন কাজ করছেন।
তিনি আরও বলেন, এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আল্লাহ কাছে ক্ষমতা চাইতে হবে। এবং সব সময় নামাজ পড়ে দোয়া চাইতে হবে।
খোলাডাক / ডেস্ক /এনএস