কর্মহীন অসহায়দের ত্রান দিলেন রেবেকা মহসিন
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সারা দেশে লক ডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সারা দেশের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশের মানুষকে বাসা বাড়িতে অবস্থান করতে লক ডাউন ঘোষণা করেন। যার কারণে কর্মজীবি মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ে। এসব কর্মহীন অসহায় মানুষকে ত্রান দিয়ে সহযোগিতা করেন রেবেকা মহসিন। এসময় তিনি অসহায়দের মাঝে চাল, ডাল, চিড়া, আলু, পেয়াজ, তৈল বিতরণ করেন।
রেবেকা মহসিন বলেন, মহামারী করোনা ভাইরাসের সরকার সারা দেশকে লক ডাউন ঘোষণা করেন। এতে দেশের কর্মজীবি, দিনমজুর মানুষ গুলো বেকার হয়ে গেছে। তাদের আয় রোজগারের চাকা অচল হয়ে পড়ছে। প্রতিনিয়ত তারা অনাহারে দিন পার করছেন।তাই কর্মহীন অসহায়দের পাশে থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। এবং যেন সব সময় এসব অসহায় মানুষের পাশে থাকতে পারি।
রেবেকা মহসিন আরও জানান, সরকারী নিয়ম নীতি মেনে চলতে হবে। আপাতত দেশে লক ডাউন চলছে। সবাই বাসা-বাড়িতে থেকে সুস্থ নিরাপদ থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চালাতে হবে। হাটে বাজারে পাড়ায় চায়ের দোকানে আড্ডা কমাতে হবে। সবাইকে দেশের স্বার্থে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে । এ মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে। সবাইকে বেশি বেশি নামাজ পড়তে হবে। আল্লাহ যেন এ মহামারী থেকে সবাইকে রক্ষা করেন।
রেবেকা মহসিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও এশিয়া ছিন্নমূল মানবাধিকা ফাউন্ডেশনের দক্ষিণাঞ্চলীয় সভাপতির দায়িত্বে রয়েছেন।
খোলাডাক/ ডেস্ক/ ইএইচ টিপু