রামগতিতে করোনা উপসর্গে যুবকের মৃত্যু
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে করোনা উপসর্গ জ্বর, শাসকষ্ট ও ডায়রিয়া মো. রাজীব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় তিন বাড়ি লকডাউন করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা চরআফজল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই যুবক ঢাকাতে চাকরি করতো।
১২দিন আগে কর্মস্থল থেকে বাড়ি আসেন। গত ২ দিন ধরে রাজীব জ্বর ও শাসকষ্টে ভোগছিল। রোববার (১৯ এপ্রিল) সকালে স্থানীয় বড়খেরী ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়, পরে ডায়রিয়া দেখা দিলে সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা নেওয়া হয়েছে। এছাড়াও তার সংস্পশে আসা ১০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, করোনার উপসর্গ থাকায় মৃত্যু ওই যুবকের বাড়িসহ তিন বাড়ি কলডাউন করা হয়েছে।
খোলাডাক/ ডেস্ক/