লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত আরও ৩ রোগী
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগন্জে করোনায় আক্রান্তে ১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ২ জন শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, রামগন্জে ১ জন ও সদর উপজেলায় ২ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে সদরে মোট ৩ এবং রামগন্জে ১৫ জন রোগী শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুর জেলাতে মোট ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৪৫ টি টেষ্টের মধ্যে নেগেটিভ ৪২ জন এবং প্রজেটিভ ৩ জন।
প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে জনগণের ভীড় লেগেই থাকে। এরমধ্যে থেকে গত ও চলতি সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছে।