দাফন কাজে অভিজ্ঞ স্বেচ্ছাসেবক নিচ্ছে ” স্বপ্ন নিয়ে”
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে বা অনুরূপ উপসর্গে মারা গেলে তার লাশ দাফন নিয়ে দেখা দিচ্ছে জটিলতা। করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফন নিয়ে জনমনে রয়েছে নানান ধরনের ভুল ধারণা। এতে মৃত ব্যক্তির স্বজনদের পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়।
এ বিড়ম্বনা থেকে বাচঁতে “স্বপ্ন নিয়ে” সামাজিক সংগঠন এসব করোনায় মৃত ব্যক্তিদের দাফন সহ যাবতীয় কাজ করবে। এজন্য রামগতি-কমলনগর উপজেলা দাফন কাজে অভিজ্ঞ লোক চাচ্ছে। ”স্বপ্ন নিয়ে ” সামাজিক সংগঠনের উদ্যোগে প্রশিক্ষন দিয়ে এক দল সেচ্ছাসেবী গঠন করা হবে। তাই আগ্রহী সেচ্ছাসেবীদের “স্বপ্ন নিয়ে” সংগঠনের ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
স্বপ্ন নিয়ে সামাজিক সংগঠনের পক্ষে আশরাফুল আলম হান্নান জানান, করোনায় মারা গেলে মৃত ব্যক্তি থেকে এ রোগ সংক্রমের ঝুঁকি নেই। এটি নিছক গুজব, অজ্ঞতা। আতঙ্কের করোনাভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফন নিয়ে জনমনে নানা ভুল ধারণার সৃষ্টি হয়েছে। নিয়ম মেনে করোনায় আক্রান্ত রোগীর লাশ দাফনে সংক্রমণের ঝুঁকি নেই। আশঙ্কা নেই এলাকার কোনো সুস্থ ব্যক্তির আক্রান্ত হবার।
এছাড়াও যারা দাফনের কাজ করবে তাদেরকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী (পিপিই, গ্লাভস, মাস্ক, চশমা) প্রদান এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
রামগতি- কমলনগরের যারা দেশের এই ক্রান্তিকালে লাশ দাফনের মত মহৎ এবং মানবিক কাজে অংশ গ্রহণ করতে আগ্রহী তাদের তথ্য চাচ্ছি।
যোগাযোগ - আশরাফুল আলম হান্নান
01784-399-868
খোলাডাক /আমু/ ডেস্ক