করোনার ভয়ে চিকিৎসা সেবাই থেমে নেই ডা. প্রভাকর
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : দেশ যখন মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত। দেশের সাধারণ ও কর্মজীবি মানুষ গৃহ বন্ধী। সারা দেশে চলছে লক ডাউন। করোনা ভাইরাসের ঝুঁকি প্রতিটি মুহূর্তে মানুষকে তাড়া করছে। কারণ করোনা এমন একটি ভাইরাস। এটি কারো শরীরে থাকলে যেকোন মুহূর্তে চলাচলে অন্যের শরীরে প্রবেশ করতে পারে। করোনা একটি ছোঁয়াছে রোগ। করোনার সাধারণ উপসর্গ জ্বর, সর্দি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট। এসব রোগী দেখলে ডাক্তাররা সেবা চিকিৎসা দিতে চায় না।
দেশের প্রতিটি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিকে ডাক্তার খুঁজে পাওয়া যায় না। পেলেও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। সরকারী কিছু ডাক্তার পাওয়া গেলেও প্রাইভেট ভাবে কোন ডাক্তার খুঁজে পাওয়া কষ্টকর। এমন পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিচ্ছে ডাক্তার প্রভাকর মন্ডল।
তিনি লক্ষ্মীপুরের কমলনগরের হাজির হাট বাজারে প্রতিদিন চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতিদিন ৫০-৬০ জন রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন। করোনা ভাইরাসের সেখানে ডাক্তার পাওয়া যাচ্ছে না। সেখানে তিনি সব সময় চিকিৎসা নিযোজিত রয়েছেন। তাকে অনেকে গরীবের ডাক্তার বলে চিনেন। তিনি রোগী দেখে নির্ধারিত কোন ফিস নেন না। যে যাই দেয় তাতেই তিনি খুশি থাকেন। করোনার মহামারীতে তিনি রোগীদের চিকিৎসা দিতে পিছপা হচ্ছেন না। প্রতিনিয়ত তিনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি টেলিমিডিয়ার মাধ্যমেও রোগীদের চিকিৎসা দিচ্ছেন। যেকোন রোগী ফোন দিয়ে রোগের ধরণ বললে তাকে ফোনে এসএমএসে মেডিসিনের নাম লিখে পাঠান।
ডাক্তার প্রভাকর মন্ডল বলেন, আমরা চিকিৎসা পেশায় কাজ করি। যেকোন মুহূর্তে রোগীদের চিকিৎসা দিতে হবে। বিশ্বে মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। করোনা একটি ছোঁয়াছে ভাইরাস। এ ভাইরাস দেশে ছড়িয়ে পড়েছে। মানুষ খুবই আতঙ্কে দিন পার করছে। আগের চেয়ে রোগীর সংখ্যা অনেক কমেছে। মানুষ সামান্য জ্বর,সর্দি হলে ভয়ে ডাক্তারের কাছে আসতে চায় না। এ মুহূর্তে চিকিৎসা সেবা দিতে না পারলে চিকিৎসা সেবার অবমূল্যায়ন হবে। যতটুকু সম্ভব চিকিৎসা চালিয়ে যেতে হবে। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় পিপিই, মাস্ক, হ্যান্ড গ্ল্যাপাস, চসমা পড়তে হবে। বেশি বেশি স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান দিয়ে হাত ধুতে হবে। সবমসয় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের এ ক্লান্তি মুহূর্তে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক দুরুত্ব মেনে চলতে হবে। সরকারী নীতিমালায় আপাতত বাসা, বাড়িতে থাকতে হবে। বিশ্ব আজ করোনায় জর্জরিত। এ রোগের চিকিৎসা সেবা নেই বললেই চলে। এ রোগে মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ আর আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে প্রতিদিন আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে। তাই এ সময় সবাইকে সচেতন থাকতে হবে।
ডাক্তার প্রভাকর মন্ডল, কুমিল্লা ম্যাডস্ ( মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাশ করেন। এছাড়াও শিশু চিকিৎসায় অভিজ্ঞ। এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে ইন্টারনী শেষ করে দীর্ঘ তিন বছর হাজির হাট পারুল ফার্মেসীতে চেম্বার করছেন।
খোলাডাক / এন এন / ডেস্ক