বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » বক্স খাটের মিললো টিসিবির ১২৩৮ লিটার তেল, আটক ২
বক্স খাটের মিললো টিসিবির ১২৩৮ লিটার তেল, আটক ২
বিশেষ প্রতিনিধি : ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেয়া টিসিবির বসুন্ধরা ব্যান্ডের ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল অবৈধভাবে একটি বাসার বক্স খাটের ভেতরে রক্ষিত অবস্থায় উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।
গতকাল বুধবার রাত ১০টায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে বিপুল পরিমানে টিসিবি’র সয়াবিন তেল আটক করা হয়েছে। এসময় সেখানে বক্স খাটের ভেতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার সঙ্গে জড়িত আসামী মোঃ হানিফ মিয়া (৪৭), পিতা-মৃত হাজী আঃ মান্নান, সাং-মধ্যপার্বতীপুর, ওয়ার্ড-১৭, রোড-১/৪, বাড়ী-২২ এবং মোঃ লাল মিয়া (৫২), পিতা-মৃত আশরাফ আলী, সাং-মধ্যপার্বতীপুর, উভয় থানা-কোতয়ালী, রংপুর মহানগর দ্বয়কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীরাসহ উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও সম্প্রতি সারা বিশ্বে ছড়ানো মরণব্যাধি করোনা ভাইরাসে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার প্রদত্ত টিসিবি পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য বলা হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী যারা অবৈধ লাভের উদ্দেশ্যে মজুদ করে তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখা (ডিবি)’র টিম এর অভিযান চলমান আছে বলে জানান তারা।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়া মানুষদের কাছে টিসিবি ন্যায্য মূল্যে তেল বিক্রি করছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এসব পণ্য রক্ষিত করে রাখতেছে।
খোলাডাক/আরাফ