খেটে-খাওয়া মানুষের পাশে থাকতে চান ওসি আফসার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আফসার করোনা ভাইরাস প্রতিরোধে অসহায়-দিনমজুর কর্মহীন, খেটে- খাওয়া মানুষদের পাশে থাকতে চান। তিনি অসহায়দের বাড়িতে থাকা নিশ্চিত করতে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
প্রতি মুহূর্তে তিনি সকাল থেকে দুপুরে পর্যন্ত কমলনগরের বিভিন্ন এলাকা হাট বাজার, পাড়া, মহল্লায় হ্যান্ড মাইক হাতে জনগনকে সচেতন করছেন। অসহায় দিনমজুর মানুষের জন্য ১০কেজি করে চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল ও ৫০০ গ্রাম তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নুরুল আবছার বলেন, আমরা ব্যক্তিগতভাবে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে আমাদের এ প্রচেষ্টা।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগর থানা পুলিশ সচেতনতামূলক ব্যাপক প্রচারনা চালাচ্ছে। হাটে-বাজারে মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করছে। এছাড়াও বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে নিরাপদ দূরত্বে রাখতে বিশেষ ভূমিকা রাখছে।
খোলাডাক / এনএস