কমলনগরে দোকান ভাড়া মওকুফ করলেন দোলন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে লক্ষ্মীপুরে কমলনগরের হাজিরহাট বাজারের ঘর মালিক আবু ছায়েদ দোলন তার দোকান ঘর ভাড়াটিয়াকে একমাসের ভাড়া মওকুফ করার ঘোষনা দেন।
মঙলবার (৩১ মার্চ) সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগ ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষনা দেন।
করোনার ভাইরাসের কারণে দীর্ঘ পনেরদিন দোকানঘরের ভাড়াটিয়া দেশের স্বার্থে ব্যবসা বন্ধ রাখতে হচ্ছে। এমন অবস্থায় অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসে ভাড়া মওকুফ করেন তিনি।
আবু ছায়েদ দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক। এবং হাজিরহাট ইউনিয়ন যুবদলের আহবায়কের দায়িত্বে রয়েছেন।
আবু ছায়েদ দোলন জানান, দেশ আজ করোনা ভাইরাসের আক্রান্ত। এসময় সরকারী ঘোষনায় বাজার থেকে শুরু করে সবাইকে বাড়িতে থাকার জন্য ঘোষনা করা হয়। এমনতাব্যস্থায় বাজারে থাকা ঘর ভাড়াটিয়ারা ব্যবসায় করতে পারছে না। তাই মানবিক দিক বিবেচনা করে একমাস (চলতি) ভাড়া মওকুফ করে দিলাম।
তিনি আরও বলেন, দেশে এ ক্লান্তি কালে সবাইকে একসাথে থাকতে হবে। এবং করোনা ভাইরাস থেকে রক্ষায় মহান আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন সবাই হেফাজত করেন।
খোলাডাক / এনএন