করোনাভাইরাস সচেতনার আবদুস সালাম বেগের জাগরণী উদ্যোগ
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এলইডি টিভিতে করোনাভাইরাস বিষয়ে সচেতনতায় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে যৌথভাবে এলইডির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শবনম আর্ট হলের স্বত্বাধিকারী আবদুছ ছালাম বেগ ও লেঃ কর্নেল মাহবুব আলম (পিপিএস,পিএসসি)।
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতার জন্য বিনামূল্যে জনস্বার্থে এলইডি টিভিতে বিজ্ঞাপন প্রচার করা হবে।
প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত জনসচেতনতা মূলক এ বিজ্ঞাপন প্রচার চলবে।
আবদুস সালাম বেগ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা। বর্তমান তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যমত প্রভাবশালী সদস্য।
বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান শবনম আর্ট হলের স্বত্বাধিকারী আবদুছ ছালাম বেগ জানান, করোনাভাইরাস বিষয়ে সরকার জনগণকে সচেতন করার জন্য নানামুখী কর্মসূচী গ্রহণ করেছে। সরকারের সাথে একমত পোষণ করে আমার ব্যক্তি উদ্যোগে এ প্রচার কাজ করছি। শুধু তাই নয়, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড পোষ্টার, হ্যান্ডবিল, বিলবোর্ড ও এলইডির মাধ্যমে গত কয়েক বছর ধরে প্রচার করে আসছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নমিনেশন সংগ্রহ করি। দলের পরামর্শ নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করে, আমার কর্মীদের নৌকা প্রতীকের জন্য কাজ করার নির্দেশ প্রধান করি।
খোলাডাক / রাসেল / আমু