সোমবার, ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » মতামত » কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মতিন চৌধুরী’র খোলা চিঠি
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মতিন চৌধুরী’র খোলা চিঠি
প্রিয়,
লক্ষ্মীপুর বাসী,
আসসালামুআলাইকুম, লক্ষীপুর-৪ রামগতি ও কমলনগরের আপাময় জনগন আপনারা কেমন আছেন? জানি আপনারা ভালো নেই। মহান আল্লাহ লক্ষীপুর সারা বাংলাদেশের মানুষকে এক কঠিন পরীক্ষায় ফেলেছেন।
আজ মানব সভ্যতা এক বৈশ্বিক সংকটে। সম্ভবত আমাদের এই প্রজন্মের কাছে সবচেয়ে বড় সংকট, জাতীয় জীবনের নানা সঙ্কটময় মুহূর্তে করোনার বিরুদ্ধে নতুন এই যুদ্ধ কোনো দেশ-জাতির মধ্যে সীমাবদ্ধ নেই। তা এখন বৈশ্বিক অতিমহামারি, বিষয়টা এমন যে মানুষ বাঁচলে তবেই পৃথিবী বাঁচবে। সম্প্রতি চীন থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ভাইরাস ‘করোনা’। যে ভাইরাসের সাথে কিছুদিন আগেও আমরা পরিচিত ছিলাম না। কারনএই ভাইরাস এর আগে কখনো মানুষের মধ্যে দেখা যায়নি। যার লক্ষণগুলো খুবই সাধারণ কাশি, জ্বর, শ্বাস-কষ্ট, বা নিউমোনিয়া। এ ধরণের উপসর্গ নিয়ে মানুষ মৃত্যুর মুখে ঢেলে পড়ে। চীন, ইতালী, ফান্স, আমেরিকাসহ বিশ্বের প্রায় ১৯৭ টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে। আজ আমরা সংকটময় পরিস্থিতির মধ্যে আছি। এ রোগের মেডিসিন এখনো বিশ্বের কোন গভেষক তৈরি করতে পারেনি। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফেল। সেখানে আমরা নগন্য। আমাদের আল্লাহ উপর ভরসা ছাড়া কোন উপায় নেই। তাই আমাদের সতেচন হতে হবে। এবং আল্লাহ উপর ভরসা রাখতে হবে।
প্রিয় জনগন,
ব্যাপক হারে মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হলে আল্লাহ পাক পৃথিবীতে গজব নাজিল করেন। যাতে মানুষ তাদের ভুল বুঝতে পেরে তওবার মাধ্যমে আবার ফিরে আসতে পারে।
এই মুহূর্তে আমাদের সবার উচিত,বেশী বেশী ইস্তেগফার পড়া, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা।
প্রিয় লক্ষীপুর-৪ রামগতি ও কমলনগর বাসী আপনারা সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকবেন, সকলে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায়।
আব্দুল মতিন চৌধুরী
যুগ্ম আহবায়ক
তাঁতীদল কেন্দ্রীয় কমিটি
লক্ষীপুর-৪ রামগতি ও কমলনগর
খোলাডাক / এনএস