বুধবার, ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » সারাদেশ » মুক্তিযোদ্ধা শাহাজান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের যত উদ্যোগ
মুক্তিযোদ্ধা শাহাজান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের যত উদ্যোগ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলাকায় গরীব, দুস্থ, অসহায়দের পাশে থেকে কাজ করছেন এ ফাউন্ডেশন । এ ফাউন্ডেশনের যত সামাজিক কার্যক্রম।
ফাউন্ডেশনের সম্পাদক ও বিএডিসি কর্মকর্তা মিরাজ হোসেন শান্ত বলেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাজ্বি শাহাজান চৌধুরী মারা যাওয়ার পর তার নামে স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। তার বাবার স্মৃতি চারণে ফাউন্ডেশন সমাজে বিভিন্ন ধরণের সামাজিক কাজ করছে।
ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের নগদ অর্থ প্রদান, গরীব অসহায়দের চিকিৎসা সহযোগীতা, এতিম মাদ্রাসার ছাত্র ছাত্রিদের আর্থিক সুবিধা, সুবিদা বন্চিত পথ শিশুদের পোশাকের ব্যবস্থা, অসহায়দের মাঝে শীতার্থ কম্বল বিতরণ, সমাজের নির্যাতিত মা বোনদেন পাশে সামাজিক বিচারের ন্যার্য দাবি তুলে ধরা, খোলা টয়লেট ভেঙ্গে সেনেটারী টয়লেটের ব্যাবস্থা করা।
মুক্তিডোদ্ধা পরিবারের খোজখবর নেওয়া, কৃষদের মাঝে বিনা পয়সা সবজীর বীজ বিতরণ, মানুষ হাঁটার অনউপযোগী কাঁদা রাস্তা গুলোকে সংস্কার করা, মহিলাদের বিনা পয়সা টেইলারি শিখানোসহ অনেক ধরনের সামাজিক
কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়াও কমলনগরের প্রতিটি এতিম খানা মাদ্রাসায় এতিম ছাত্র-ছাত্রীদের খাওনো। ইতিমধ্যে দুইটি হাফিজিয়া এতিম খানা মাদ্রাসা,ও নুরে আমিন মাদ্রাসায় দুই শতাদিক এতিমকে খাওয়ানো হয়েছে। উপজেলার সবগুলো মাদ্রাসায় সময় পেলেই তাদেরকে খাওয়া হবে।
শান্ত আরও বলেন, তার বাবা মরহুম শাহাজান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন সবসময় এলাকার গরীব,দুস্থ, অসহায়দের পাশে থেকে কাজ করবে। সবাই যেন তার বাবার জন্য দোয়া করেন।এবং যেকোন সামাজিক কার্যক্রমে তিনি সবার পাশে থাকবেন।
খোলাডাক / এসএস