প্রেম মানে না ধর্মের বাঁধা
বিশেষ প্রতিবেদন :
প্রেম মানে না বাঁধা এ কথা যেন এক অলিখিত সত্য। আজ বাঙ্গালির বসন্ত উৎসব ও বিশ্বভালোবাসা দিবস। আজকের এই দিনে এসে কথা হয় এমন দু’জন মানুষের সাঙ্গে, যারা ভিন্ন ধর্মাবলম্বী হয়েও প্রেমের টানে এক সঙ্গে এলো বসন্ত উৎসবে।
একান্ত সাক্ষাতকারে তারা বলেন, ২০১৬ সালের শুরুর দিকে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক আরো গভীর হতে থাকে। এক সময় তাদের মাঝে প্রেম হয়ে যায়। ধর্মীয় পার্থক্য থাকার পরেও তাদের প্রেমের সম্পর্কে তা কখনো বাঁধা হয়ে দাঁড়ায়নি।
দুজন দুই শহরে থাকায় শুরুর দিকে তাদের দেখা হয়নি। এক সময় এডমিশনের জন্য মেয়েটি ঢাকায় আসলে তখন তাদের প্রথম দেখা হয়। এখান থেকেই তাদের সম্পর্ক এগোতে থাকে। ২০১৮ সালের শেষের দিকে তাদের মাঝে ধর্মীয় পার্থক্য বাঁধা হতে থাকে। ছেলের মনে হলো তার পরিবার কখনো ভিন্ন ধর্মাবলম্বী মেনে নিবেন না, তাই তখন ছেলেটি মেয়েটির সঙ্গে সম্পর্কের ইতি টানতে চান। দীর্ঘ দিনের সম্পর্ক হঠাৎ ভেঙ্গে যায়।
প্রেমের সম্পর্ক চাইলেই কি শেষ হয়ে যায়? দুজনের মনে যে প্রেম জন্ম নিয়েছিলো বহুদিন আগে তা কি খুব সহজে শেষ হয়ে যায়! ২০১৮ সালের শেষের দিক থেকে তাদের দুজনের মাঝে সম্পর্ক ইতি টানলেও একজনের প্রতি একজনের প্রেম কখনো কমে যায়নি। দীর্ঘ এক বছর তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরপর হঠাৎ একদিন ঢাকার একটি বইয়ের দোকানে তাদের দেখা হয়। সেখানে তাদের সামান্য কথা হয়। দুজনের চোখে প্রেম ছিল তবে মুখে ছিল অভিমান। এরপর তারা আবার মিট করতে চায়। তারা ফিরে যেতে চায় তাদের সেই পুরানো সম্পর্কে। আর তাই আজকের দিনে এসে তারা আবারও তাদের প্রেমের সম্পর্কে এগিয়ে নিতে শুরু করলো। ভালোবাসা দিবসে এসে তাদের ভালোবাসা আবার জীবন পায়।
তারা বলেন, আমরা আমাদের মাঝে সম্পর্কে বাঁচিয়ে রাখতে চাই। তাই ধর্মীয় ভিন্নতা থাকলেও তা আমাদের সম্পর্কের মাঝে ধর্ম আসবে না। দুজনে দুজনের নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে আমাদের এই প্রেমের সম্পর্কে সারা জীবন আগলে রাখবো।
সূত্রঃ ফারুক- নাগরিক বার্তা ডট কম