মুক্ত কবিতা
জাহিদ হাসান তুহিন
আমি মুক্ত পাখি
বিজয়ের উল্লাসে ঘুরে বেড়াই,
আমি অন্যায়ের প্রতিবাদ করি
নিজ হাতে দুর্নীতি তাড়াই।
আমি নিঃস্বার্থভাবে মন থেকে
আমার বাংলাকে ভালোবাসি,
আমি দুঃস্বপ্ন ভুলে রোজ সকালে
মিষ্টি রোদের সাথে হাসি।
আমি নিজ হাতে সবুজ বৃক্ষে
আমার স্বপ্নের দেশটাকে সাজাই,
আমি রাখাল হয়ে এই বাংলায়
মেঠোপথ ঘুরে সুরে সুরে বাঁশি বাজাই।
আমি পাল তোলা নৌকা হয়ে
নদীর মাঝে ভাসি,
আমি ধান হয়ে গোলা পূর্ণ করে
কৃষকের মনকে করি খুশি।
আমি স্বাধীন দেশের
মুক্ত কবির মুক্ত কবিতা,
আমি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে
বলি বাংলা মায়ের কথা।
খোলাডাক/ এমএন