ইলিশ ধরতে নিষেধ - জেলা প্রশাসক
কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের আগামী (৯-৩০ অক্টোবর) ২২ দিন মেঘনা ইলিশ ধরা নিষেধ। নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ মাছসহ সব ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে জনসচেতনতা সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
গত শনিবার (৫ অক্টোবর) বিকেলে কমলনগর উপজেলার মতির হাট মাছ ঘাটে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেসবাহ উদ্দিন বাপ্পী, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মারুফ নাজনীন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, জাতীয় মৎস্যজীবী সমিতি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ভাই, মেহেদী হাসান লিটন, ইকোফিশ প্রকল্পের বাংলাদেশ এর গবেষণা সহযোগী শেখ মো: সাঈক উল হক চিশতী, প্রমুখ।
সভায় নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ না ধরতে জেলেদের আহবান জানিয়ে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় উপস্থিত সকলের সহযোগীতা কামনা করা হয়।
খোলাডাক / এএ