বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » আবারও নির্যাতন, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
আবারও নির্যাতন, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদক : এ যেন ‘আবরার হত্যা’ ঘটনার পুনরাবৃত্তি! শিবির সন্দেহে আবরারকে যেভাবে পেটাতে পেটাতে হত্যা করা হয়েছিলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রাবাসেও গতরাতে (মঙ্গলবার) একই কারণে চার শিক্ষার্থীকে ছাত্রলীগ রাতভর পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চার শিক্ষার্থীকে রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে রাতভর নির্যাতন করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে হলের গেস্টরুমে ডাকা হয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মুকিম চৌধুরীকে। সে শিবিরের রাজনীতিতে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মোবাইলের কললিস্ট চেক করে। সেখানে তিন বন্ধুর নাম থাকায় তাদেরও গেস্টরুমে ডাকা হয়।
বাকি তিন জন হলেন- রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানওয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দীন এবং একই বর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দীন।
সূত্রের মতে, হল শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, হল সংসদের সহ-সভাপতি সাইফুল্লাহ আব্বাসী অনন্তসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে ওই চার জনকে বেধড়ক পেটায়। মার খেতে খেতে তারা মেঝেতে শুয়ে পড়েন। একপর্যায়ে তারা অচেতন হয়ে পড়েন। এভাবে রাত ২টা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চালায় ছাত্রলীগ নেতারা।
এরপর তাদের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।
অপরদিকে, ছাত্রলীগের একটি সূত্র বলছে, শিবির সন্দেহে নয়, হলের গেস্টরুমের মিটিংয়ে না আসায় ওই চার শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ঘটনার সময় আমি হলে ছিলাম না। আমি কিছু জানি না। তবে ঘটনাটি যেহেতু হলের ভেতর ঘটেছে, তাই বিষয়টি হল প্রশাসন দেখবে বলে মনে করেন তিনি।
নির্যাতনের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
খোলাডাক / এমএস