কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকান্ড
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২০ জানুয়ারী) রাতে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা নগদ অর্থ ও মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় চরকালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান লিটন জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার বাদশা মিয়ার বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাদশা মিয়ার বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের কমান্ডার মো. নুর আলম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোলাডাক / এমএ