বিপিএলে শিরোপার মালিক রাজশাহী
বিশেষ প্রতিবেদন : এবারের বিপিএলে খুলনাকে হারিয়ে শিরোপার মালিক হলেন রাজশাহী। শুরুতেই ১৭১ রানের টার্গেটে ধাক্কা খেলেও, রুশো-শামসুরের ব্যাটে জয়ের স্বপ্ন জাগে খুলনা শিবিরে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উল্লাসে মাতে রাজশাহী।
শুক্রবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়েছে রাজশাহী রয়্যালস। মিরপুর হোম অব ক্রিকেটে রাজশাহীর দেয়া ১৭১ রানের টার্গেটে ১৪৯ রানে থেমে যায় খুলনার ইনিংস।
এদিন টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। উদ্বোধনী উইকেটে মাঠে নামেন আফিফ হোসেন ও লিটন দাস। আসরের অন্যতম সেরা এই ওপেনিং জুটি এদিন থামে দলীয় ১৪ রানে। ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন আফিফ।
ওয়ান ডাউনে নামা ইরফান শুক্কুরের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৫ রানে আউট হন আরেক ওপেনার লিটন দাস। এরপর শোয়েব মালিক ৯ রান করে সাজঘরে ফিরলেও, অর্ধশতক করে দলকে লড়াকু পুঁজির দিকে এগিয়ে নিয়ে যান ইরফান। তবে ৩৫ বলে ৫২ রান করে আউট হন ইরফানও।
১৪.২ ওভার ৯৯ রানে ৪ উইকেট উইকেট পতনের পর দলকে এগিয়ে নিয়ে যান মোহাম্মদ নওয়াজ ও আন্দ্রে রাসেল। শুরু থেকেই নওয়াজ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকলেও, কিছুটা ধীর গতিতে খেলতে থাকে রাসেল।
শেষ পর্যন্ত ১৬ বলে রাসেলের ২৭ রান ও ২০ বলে নওয়াজের ৪১ রানে ভর করে, ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা টাইগার্স। দলীয় সংগ্রহে রান জমা না হতেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বেশি দূর যেতে পারেননি আরেক ওপেনার মেহেদী মিরাজও। দলীয় ১১ রানের মাথায় মাত্র দুই রান সাজঘরে ফেরেন তিনিও।
তৃতীয় উইকেটে জুটি বাধেন রাইলি রুশো ও শামসুর রহমান। রুশো ৩৭ ও শামসুর রহমান ৫২ রান করে আউট হলে চাপে পড়ে খুলনা। এরপর ব্যাটসম্যানদের নিয়মিত আসা-যাওয়ার মিছিলে ৮ উইকেটে ১৪৯ রানে শেষ হয় খুলনা টাইগার্সের ইনিংস।
খোলাডাক/এমএ