সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » কানাডার জনপ্রিয় মডেল রোজি’র ইসলাম গ্রহন
কানাডার জনপ্রিয় মডেল রোজি’র ইসলাম গ্রহন
বিশেষ প্রতিবেদন : ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নিজ ধর্ম ত্যাগ করেন কানাডার জনপ্রিয় মডেল তারকা রোজি গ্যাব্রিয়েল। তিনি মুসলমানের ধর্ম ইসলাম গ্রহন করেন। গত শুক্রবার নিজ ইনস্টাগ্রামে ধর্ম পরিবর্তনের এ ঘোষণা দেন তিনি। পাকিস্তান ভ্রমণে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন।
হাতে ‘দ্য ম্যাসেজ অব কুরআন’ নামে একটি বই এবং মাথায় ওড়না ও স্যালোয়ার কামিজ পরিহিত হাস্যোজ্জ্বল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজি। ইসলাম ধর্ম গ্রহণের কারণও ব্যাখ্যা দিয়েছেন কানাডিয়ান এই মডেল।
পোস্টে রোজি লিখেছেন, ইসলামের ছায়াতলে আসার মতো এত বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম? ২০১৯ সালটি ছিলো আমার জীবনের অন্যতম কঠিনতম সময়। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিলো। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সব কিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।
তিনি আর লিখেছেন, আমি চার বছর আগে আমার ধর্ম বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, আমি আমার সাবেক ধর্মের নিন্দা করতাম। তবে আমি এরই সঙ্গে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করেছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহঙ্কার দূর করে দিয়েছেন। আমাকে সত্যের পথ দেখিয়েছেন।
গত ১০ বছরেরও বেশি সময় ধরে মুসলিম দেশগুলো ভ্রমণ করে ইসলামকেই একমাত্র শান্তির ধর্ম বলে মনে হয়েছে- বলেছেন রোজি গ্যাব্রিয়াল। তিনি বলেন, তবে দুর্ভাগ্যবশত ইসলামকে বিশ্বব্যাপী ভুলভাবে ব্যাখ্যা করা হয়।
খোলাডাক / সংকলিত