তিতুমির কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় - জনি
খোলাডেক্স : ঢাকার ঐতিহ্যবাহী সরকারী তিতুমির কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রয়েছে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মো. ইসমাইল হোসেন জনি।
তিনি তিতুমির কলেজ ছাত্রদলের রাজনীতিতে মূখ্য ভূমিকা পালন করছেন। ছাত্রদলের রাজনীতিতে সৎ,যোগ্য ও আর্দশিক নেতা হিসেবে সবার মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি দলের আন্দোলন সংগ্রামে নিবেদিত। সব সময় সামনে থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন। বার বার রাজপথে আন্দোলন সংগ্রামে নির্যাতনে শিকার হয়েছেন। ছাত্রদলের কেন্দ্র থেকে শুরু করে কলেজের প্রতিটি ইউনিটে তার নেতৃত্ব বিকাশে ভূমিকা রয়েছে। কলেজ ছাত্রদলের রাজনীতির নেতৃত্বে তার অবদান স্মরণীয়।
তিনি দলের চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির মিছিল ও আন্দোলনে রাজপথ থেকে গ্রেফতার হয়। বার বার রিমান্ড নামক নির্যাতনের শিকার হয়। এবং বেশ কয়েক বার জেল খেটেছে। এছাড়াও ১/১১ থেকে ছাত্রদলের রাজনীতিতে রাজপথে দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন।
ইসমাইল হোসেন জনি জানান, তিনি তিতুমির কলেজ ছাত্র রাজনীতিতে বড় ভূমিকা পালন করছেন। ছাত্র রাজনীতিতে ছাত্রদল একটি বড় সংগঠন। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম সংগঠন। বিরোধী দলের রাজনীতিতে সঠিক নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। ছাত্রদলের নেতৃত্বে সৎ,যোগ্য ও আদর্শিক এবং পরীক্ষিত নেতা নির্বাচন করতে হবে। যার নেতৃত্বে তিতুমির কলেজ ছাত্রদল রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।
তাছাড়া দলের চেয়ারপারসন বেগম জিয়া দীর্ঘদিন জেলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা হামলায় দেশের বাহিরে, দেশে আসতে পারে না। দল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় নেই। দলের আন্দোলন সংগ্রাম বারবার সরকারের কাছে ব্যর্থ হচ্ছে। তাই সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই।
তিনি আরও জানান, ছাত্রদলের রাজনীতিতে রাজপথে আন্দোলন সংগ্রামে বার বার জেল খেটেছি। রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে। আগামীতে তিতুমির কলেজ ছাত্রদলে নতুন কমিটিতে সভাপতি বা আহবায়ক হতে চাই। রাজনীতিতে সঠিক মূল্যায়ন চাই।
ইসমাইল হোসেন জনি, সরকারী তিতুমির কলেজ ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি মহানগর উত্তর বাড্ডা থানা ২১ ওয়ার্ড ছাত্রদলের দপ্তর সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিতুমির কলেজ ছাত্রদলে নেতৃত্বে আলোচনায় রয়েছেন, মিজানুর রহমান মিজান, মাসুদ রানা রিয়াজ, মাহফুজুর রহমান লিপকন, রাশেদ উল্লাহ রাশেদ, মাজদুক হোসেন শ্রাবণ,
মোঃ লিটন, মোঃ জুয়েল মাহমুদ, কাজী সাইফুল ইসলাম, মোঃ হামদে রাব্বী আকরাম প্রমুখ।
খোলাডাক/ এমএ