কমলনগরে নুরজাহান পাঠাগার কতৃক রিকসা বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে নুর জাহান স্মৃতি পাঠাগার ও যুব সংঘ কতৃক হতদরিদ্র ও দুস্থদের মাঝে রিকসা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজির হাট ইউনিয়নে ০১ ওয়ার্ডে নুর জাহান স্মৃতি পাঠাগার ও যুব সংঘ এ আয়োজন করেন।
এ সময় পাঠাগারের প্রতিষ্ঠাতা এটিএম নজরুল ইসলাম বলেন, নুর জাহান তার জননী। তিনি জীবিত থাকার সময় বেশি বেশি বই পড়তেন।তার ইচ্ছে ছিল একটি পাঠাগার তৈরি করা।যেখানে সবাই বই পড়বে। জ্ঞান অর্জন করবে। তার মৃত্যুর পর রেখে যাওয়া এবং বিভিন্ন স্থান থেকে বই সংগ্রহ করে এ পাঠাগারে সংরক্ষণ করা হচ্ছে। তার মার স্বপ্ন বাস্তবায়নে এ পাঠাগার নির্মিত হয়েছে।
এছাড়াও এ পাঠাগারটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যানমুলক প্রতিষ্ঠান । এখানে শুধু বই পড়াই নয় এর উদ্যোগে হতদরিদ্র ও দুস্থ ছেলে মেয়ে ও অসহায় পরিবারকে সাহায্য করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঠাগার সভাপতি মো.ফরহাত হোসেন, সম্পাদক আমজাদ হোসেন আমু, মো.মিজানুর রহমান,মাওলানা আবুল হাসানাত,মোস্তাফিজুর রহমান, মো.আমজাদসহ প্রমুখ।
এসময় দু’জন হতদরিদ্রের মাঝে রিকসা বিতরণ ও ৩ জন অসহায় ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়।
খোলাডাক/ এমএ