এক রাতের ভালোবাসা
মাহমুদা আকতার
একটা পুতুলের দোকান। সেখানে শোকেসের খোপে জোড়ায় জোড়ায় পুতুল সাজিয়ে রাখা আছে। এই দোকানের মেয়ে পুতুলগুলো দেখতে বেশ। তাই ওগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। কখনো পড়ে তাকে না। ছেলে পুতুলগুলোর তেমন চাহিদা নেই। অনেক দিন ধরে পরে থাকে। তাই দোকানের মালিক আর ছেলে পুতুল বানায় না। তার দোকানে যে ছেলে পুতুলটা অনেকদিন ধরে অবিক্রিত রয়ে গেছে, তার সঙ্গেই একটা মেয়ে পুতুল রেখে দেয়। সারা রাত পুতুল দুটো একসঙ্গে থাকে। দিনে মেয়ে পুতুলটা বিক্রি হয়ে যায়। রাতে আবার নতুন পুতুল আসে। তখন ছেলে পুতুলটা মেয়ে পুতুলটাকে বলে,‘ভালোবাসি।’ মেয়ে পুতুলটাও হেসে বলে,‘ভালোবাসি।’
একদিন রাতে শোকেসের ওই খোপে নতুন মেয়ে পুতুল আসার পর বরাবরের মতই পুরনো পুতুলটা বলল, ‘ভালোবাসি।’ তাই শুনে মেয়েটা বলল, ‘ভারি তো একরাতের সঙ্গী। তার আবার ভালোবাসা। আমার অমন ভালোবাসার দরকার নেই।’ তখন মন খারাপ করে ছেলে পুতুলটা উত্তর দিল, ‘ভালোবাসাকে যারা সময় দিয়ে মাপে তারা নির্বোধ।’ পরদিন দোকানের মেয়ে পুতুলটাকে কতজন নেড়ে চেড়ে দেখল। কিন্তু কারোই পছন্দ হল না। ফলে সে বিক্রি হল না। ওই দোকানে সেই ছিল একমাত্র অবিক্রিত মেয়ে পুতুল। রাতে সে ছেলে পুতুলটাকে ডেকে বলল,‘ওগো শুনছো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি।’এর উত্তরে ছেলে পুতুলটা কি বলেছিল তা আমার জানা নেই। তবে শুনেছি, অনেক দিন পর ওই দোকানের ছেলে পুতুলটা নাকি বিক্রি হয়েছে!