কমলনগরে গ্রাম পুলিশের বিজয় দিবস উদযাপিত
কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন করেন লক্ষ্মীপুরের কমলনগরে গ্রাম পুলিশ।
সোমবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা হাজির হাট উপকূল সরকারী কলেজে শহিদের স্মরণে তারা প্রস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্হিত ছিলেন, গ্রাম পুলিশের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সম্পাদক শবদর আলী, কবির হোসেন, কোষাদক্ষ মোক্তার হোসেন ও গ্রাম-পুলিশের সদস্য’ছিদ্দিক উল্লাহ, মিল্লাত হোসেন, ফজলে করিম, সোহেল,আঃ মালেকসহ প্রমুখ।
গ্রাম পুলিশ সভাপতি ইসমাইল বলেন, গ্রাম পুলিশের সদস্যরা সব সময় নির্যাতিত। গতকাল (১৫ ডিসেম্বর) গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা ও সকল সরকারী সুযোগ সুবিধা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ রায় দেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও রাজিক আল জলিল।
আমরা গ্রাম পুলিশের ৪৭ হাজার সদস্যের পরিবারে দাবী সরকার যেন গ্রাম পুলিশের দিকে নজর দেয়। এতে আরমা গ্রাম পুলিশরা কৃতজ্ঞ থাকবো।
প্রসঙ্গত, এক দাবির প্রেক্ষিতে ২০০৮ সালের স্থানীয় সরকার মন্ত্রণালয় গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণির স্কেল নির্ধারণে অর্থ বিভাগকে চিঠি দেয়। কিন্তু কোনো সিদ্ধান্ত না নেয়ায় তারা হাইকোর্টে রিট করেন। তার পেক্ষিতে হাইকোর্টের বিচারপতিরা পূর্নরায় এ নির্দেশ প্রদান করে।
খোলাডাক/ এএম