আমি কাউকে কথা দেই নি: শাবনূর
বিনোদন প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অনেক দিন ধরেই তিনি চলচ্চিত্রে নেই। বেশ কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন।
এরইমধ্যে আজ রবিবার সকালে জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা আসে ‘কাঁটা তারের বেড়া’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবির মাধ্যমে অনেকদিন পর সিনেমায় দেখা যাবে তাকে।
কিন্তু জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন এই সিনেমার বিষয়ে কিছুই জানেন না ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর।
শাবনূর বলেন, ‘আমি তো কোন ছবিতে অভিনয় করছি না। আমার সঙ্গে কেউই কোনো সিনেমার ব্যাপারে আলোচনা করেনি। জাজ হয়তো আমাকে তাদের ছবিতে ভাবছে। কিন্তু আমি কিছুই জানি না। কী ছবি, কী গল্প বা কী আমার চরিত্র। আগে আমার কাছে প্রস্তাব আসুক তারপর দেখা যাবে।’
তিনি আরও বলেন, ‘আমার শরীরের এখন যে অবস্হা, তাতে এখন সিনেমা করা সম্ভব নয়। অভিনয়ের জন্য শারীরিক ফিটনেসটা খুব জরুরী। আমিনএখন সে অবস্হাতে নেই। তবে যদি শারীরিকভাবে প্রস্তুত হই, তবে অবশ্যই সিনেমা করবো। কিন্তু সেটার জন্য হয়তো আরও ৪/৫ মাস সময় লাগবে। আর আমি কাউকে কোন কথাও দেই নি।’
শাবনূরের প্রথম চলচ্চিত্র কিংবদন্তি পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। সাব্বিরের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।
তবে শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু হয় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায়। এটি বাংলাদেশের চলচ্চিত্রে সফল জুটিগুলোর অন্যতম।
২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান