জীবনে সফল হতে ভাল মানুষ হওয়া জরুরী
খোলাডেক্স : জীবনে সফল হতে হলে ‘ভাল মানুষ’ হওয়া চাই। কারণ সফলতার একমাত্র লক্ষ হচ্ছে ভাল মনের অধিকারী ভাল মানুষ।
বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে জীবনে সফলতা অর্জন করে ভালো টাকার মালিক হতে হবে। টাকা তোমার একমাত্র লক্ষ। টাকার মালিক হতে ভাল মানুষ হতে চায় কয়জন। আমাদের বেশীরভাগ মানুষের মধ্যে ছোট্ট একটা প্রবলেম আছে। সফলতাকে আমরা অর্থ, সম্পদ, যশ খ্যাতিতে বিচার করি।
যে যত বেশী অর্থ সম্পদের মালিক সে জীবনে ততই সফল, ততই সুখী এটা ভেবে নেই। সুখী হওয়ার দৌঁড়ে সফলতা পাওয়ার চেষ্টায় যত মানুষ আছে তার চেয়ে আরও বেশী মানুষ দৌঁড়াচ্ছে প্রতিনিয়ত সুখের খোঁজে। বিত্তশালীরা টাকার মধ্যে সুখ খুঁজছে, মধ্যবিত্তেরা টাকার সাথে ব্যালেন্স করে সুখ খুঁজছে, সর্বশেষ শ্রেণী পেটের ক্ষুধা মেটানোর টাকায় সুখ খুঁজছে। সুখের তাড়না অবশ্য সবার আছে। যদিও ভিন্নতা শুধুমাত্র অবস্থানগত।
উদ্দেশ্যের ভিন্নতা শুধু একটা জায়গায়। কবি কুসুমকুমারী দাসের ‘আদর্শ ছেলে’ মনে আছে কি? সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ —”মানুষ হইতে হবে মানুষ যখন”৷ হ্যা ভাল মানুষ হতে হবে। উদ্যোমী মানুষ হতে হবে। পরিশ্রমী মানুষ হতে হবে। হাস্যোজ্বল মানুষ হতে হবে। সাহসী মানুষ হতে হবে। ধৈর্য্যশীল মানুষ হতে হবে।
মানুষের মত মানুষ হতে হবে। এক্সিডেন্ট করে আহত একজন মানুষের পাশে দাঁড়িয়ে ভিডিও করা কিংবা সেলফি তোলা মানুষ হওয়ার কোন দরকার নেই। দরকার নেই একজন ইভটিজার নামধারী মানুষ হওয়ার। দরকার নেই ভীরু কাপুরুষ হওয়ার। দরকার নেই মুখোশ ধারী ভাল মানুষ হবার যার কাছে রাতের আধারে নারীর সম্ভ্রম নিরাপদ নয়। দরকার নেই অন্তরালের কীট হওয়ার।
পরাজিত সৈনিকের কাছেও স্বান্তনা থাকে। ভুল ছিল সিদ্ধান্তে। এবার না হয় আপনার দৃষ্টিভঙ্গিটা বদলান। কথা দিচ্ছি সত্যিকার অর্থে জীবনে বদলে যাবে আপনার। সফলতা একটা যাত্রা। যে যাত্রার শুরু হয় ছোট ছোট অর্জনের মধ্য দিয়ে। শেষটা সীমাহীন। যশ খ্যাতির ক্ষুধা টাকার ক্ষুধার চেয়েও খারাপ। লোভ মানুষের জীবনের চুড়ান্ত ধ্বংস ডেকে আনে। গোবরে পদ্ম ফুল ফোটে না ফোটাতে জানতে হয়। ভাল মানুষ চাইলেই হওয়া যায় না। ভাল মানুষ হওয়ার চেষ্টায় অবিরত লেগে থাকতে হয়। নিজেকে সংবরন করতে হয়।
একটা মানুষের জীবনে কত অর্থ সম্পদ অর্জন করলে তাকে সফল বলবেন? কতগুলো পুরস্কার অর্জন করলে যশ খ্যাতির শীর্ষ আসনে বসাবেন? কত কত হিসাব মেলাতে গিয়ে সুখী জীবনটাকে অসুখী করে তুলবেন? তৃপ্ত থাকুন যতটুকু আছে তা নিয়ে। এটাই আসল সুখ। চেষ্টা করে যান অর্জনের জন্য স্বাভাবিক ভাবে। প্রতিযোগীতায় ঠেলে দিয়ে নিজেকে অতৃপ্ত করে তুলতে যাবেন না। সুখ নামের সোনার হরিণ খাঁচায় বন্দী করা তো দুরের কথা জঙ্গলে গিয়েও মঙ্গল জুটবে না।
জীবনে সফল ভাবে বাচঁতে হলে সৎ, নিষ্ঠাবান ও আর্দশিক হতে হবে। তাহলে ভাল মানুষ হওয়া যাবে। কারণ জীবনে সফল হতে ভাল মানুষ হওয়া জরুরী।
খোলাডাক / বিনু