কমলনগরে রোকেয়া দিবস পালিত
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এসময় উপজেলার পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদানসহ সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী,সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার চর কালকিনি এলাকার ফাতেমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য চরপাগলা এলাকার ফাহিমা নাজনীন, সফল জননী নারী হিসেবে চর কালকিনি এলাকার গোলাপজান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী চর ফলকন এলাকার শিরিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা চর লরেন্স এলাকার বিবি আয়েশা।
সভাপতি ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, নারীমুক্তি আন্দোলন ও নারী জাগরণকে বেগবান করার দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আজ দিবসটি পালিত হচ্ছে। তাই কমলনগরেও এ দিবসটি পালন করা হচ্ছে। রোকেয়া দিবস উপলক্ষে এ উপজেলায় পাঁচ জন নারী জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। পরিষেশে জয়ীতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
খোলাডাক / এসএস