কমলনগরে বিএমজিটিএ’র সম্মেলন
কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজিটিএ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে উপজেলা বিএমজিটিএ কতৃক এ সম্মেলনের আয়োজন করেন।
উপজেলা বিএমজিটিএ’র সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএমজিটিএ শাখার সভাপতি মোহাম্মদ আলী। প্রধান আলোচক ছিলেন, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয়া প্রচার প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমজিটিএ’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সদস্য ওয়াজি উল্যাহ জুয়েল, মাতাব্বরনগর দারুচ্ছুন্না আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আলী হোছাইন ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফিরোজ কবির। আরও বক্তব্য রাখেন, রামগতি উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, কমলনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বাচ্চু, অর্থবিষয়ক সম্পাদক মো. ফারুক ও সদস্য রশিদুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএমজিটিএ’র সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।
আলোচনা শেষে জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আলম উপজেলা কমিটিতে মাস্টার আবুল কাশেমকে সভাপতি ও লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন। এরা সাবেক কমিটির সভাপতি - সম্পাদক ছিলেন।
খোলাডাক / এসএস