বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » পুলিশি হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু-জুয়েল
পুলিশি হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু-জুয়েল
নিজস্ব প্রতিবেদক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে বিক্ষোভ মিছিলে পণ্ড করে দেন। এই হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।
স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আখতারুজ্জামান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন।
আখতারুজ্জামান বাচ্চু জানান, রায়ের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন -নবী -খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়েছে। মিছিলে শেষে তাঁতী বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল বক্তব্যে রাখছিলেন। এসময় পুলিশ অতর্কিত হামলা চালান।
হামলায় শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান তুহিন শাহ, ছাত্রনেতা জাফরুল্লাহ, সুজন মোল্লাসহ অনেকে আহত হয়েছেন বলেও জানান তিনি।